শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬

সাবলাইম টেক্সটে ইনপুট দেয়া

কিছুদিন আগে আবিষ্কার করলাম উইন্ডোজেও সি++ এর জন্য সাবলাইম টেক্সট কনফিগার করা করা খুব কঠিন নয়। সাবলাইম টেক্সট ইন্সটল করে MinGW  ইন্সটল করে নিলেই হয়। কম্পিটেটিভ প্রোগ্রামিং এর জন্য সাবলাইম টেক্সট খুবই কাজের একটা জিনিস। অনেক ফিচার আছে যেগুলো আমার মত অলসদের জন্য খুবই আরামের ব্যাপার। যারা ব্যবহার করেন তাদের তো আর বলতে হবে না। আজ একটা কমন সমস্যার সমাধান শেয়ার করলাম।

একটা সমস্যা হল প্রোগ্রাম রান করে ইনপুট দেয়া যায় না।